রংপুর: রংপুরে তিনটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও তিনটি ভুয়া অস্ত্রের লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরও একজনকে ধরতে অভিযান চলছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজ কোম্পানি মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অভিযান চালিয়ে এলিট সিকিউরিটি ফোর্সের নিয়োজিত প্রহরী শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দোনলা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও একটি ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।
পরে মাজেদা কমপ্লেক্সে যমুনা ব্যাংকে অভিযান চালিয়ে একই প্রতিষ্ঠানের প্রহরী জহুরুল হকের কাছ থেকে একনলা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়। তাকেও গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত বিগ সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস সার্ভিস লিমিটেডের প্রহরী মো. মোশফেকুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে তার ব্যবহৃত একনলা বন্দুক, গুলি ও ভুয়া লাইসেন্স জব্দ করা হয়েছে।
তিনটি ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা করেছেন।