চট্টগ্রাম ব্যুরো: ‘জুলাই বিপ্লবের’ শহিদদের স্মরণে চট্টগ্রামে মৌন মিছিল করেছে নগর বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নগরীর নুর আহমেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। কালো ব্যাজ ধারণ করে এতে নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমরা যদি তাদের চেতনা এবং আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারি, সেটা হবে সরাসরি বেইমানি। আজ আবারও দেশে একদলীয় শাসনের নতুন ছক আঁকা হচ্ছে। আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি মহল ভিত্তিহীন অজুহাতে আবারও একটি প্রহসনের নির্বাচন সাজাতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই— জনগণকে বাইরে রেখে, শহিদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করে আর কোনো প্রহসনের নির্বাচন এ দেশের মাটিতে হতে দেওয়া হবে না।’
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘জুলাই বিপ্লবের পর এখন প্রয়োজন জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। শহিদদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়— জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না।’
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। সঞ্চালনায় ছিলেন নগর যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন।
আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।