পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে সবুজ হাওলাদার (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। নিখোঁজের দুইদিন পর শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শরিফপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সবুজ কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবুল বাসার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু চরাতে গিয়ে এক নারী ঝোপের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বোন মনিরা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই দিন আগে সবুজ তার স্ত্রী আমেনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় আমেনা তার ভাইকে বিষয়টি জানালে তিনি এসে সবুজকে হুমকি দেন। পরে আমেনা বাবার বাড়ি চলে গেলে সবুজও সেখানে যান। পরিবারের ধারণা ছিল, সবুজ শ্বশুরবাড়িতেই আছেন।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।