জামালপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, ‘বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার, পরে জাতীয় নির্বাচন দিতে হবে।’
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, ‘নির্বাচনের পরিবেশ পরীক্ষা করতে হলে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তাতে বোঝা যাবে দেশে সুষ্ঠু জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশ কার্যালয় আমাদের কৃষ্টি-সংস্কৃতির পরিপন্থী। এটি বন্ধ করতে হবে। সরকার না করলে জনগণই ঐক্যবদ্ধভাবে তা বন্ধ করবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী এবং সাবেক সভাপতি ডা. সৈয়দ মুহাম্মদ ইউনুস আহম্মদ। এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।
পরে ফয়জুল করীম জামালপুর শহরের ফৌজদারি চত্বরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেন।