Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস বিকৃতির অভিযোগ
‘শহীদ আবু সাঈদ মেমোরি স্ট্যাম্প’ লাল কাপড়ে ঢাকল শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ২৩:১০

‘শহিদ আবু সাঈদ মেমোরি স্ট্যাম্প’

রংপুর: ‘১৬ জুলাই আবু সাঈদ দিবস’ উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে স্থাপন করা ‘শহীদ আবু সাঈদ মেমোরি স্ট্যাম্পে’ আবু সাঈদ ও জুলাই আন্দোলনের ইতিহাসকে বিকৃতি করার অভিযোগে সেই স্ট্যাম্পটি লাল কাপড়ে ঢেকে দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আবু সাঈদের বড় ভাই আবু হোসেনকে সঙ্গে নিয়ে মেমোরি স্ট্যাম্প ঢেকে দেন।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, মেমোরি স্ট্যাম্পটি স্থাপনের আগে শিক্ষার্থীদের বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও এই লেখা যাচাইয়ের জন্য দেখানো হয়নি। স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রোগ্রামের দিন (১৬ জুলাই, শহীদ আবু সাঈদ দিবসে) এনে এটা বসানো হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসসহ বিভিন্ন মহলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তারা জানান, স্ট্রিট স্ট্যাম্প সংশোধন না হওয়া পর্যন্ত সেটি লাল কাপড় দিয়ে ঢাকা থাকবে।

সরেজমিন দেখা যায়, স্ট্রিট স্ট্যাম্পে লেখা আছে ‘‘রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ। জালেম ও জুলুমের বিরুদ্ধে যার শির ছিল চির উন্নত। তিনি বলতেন, ‘প্রয়োজনে শহীদ হব তবু মাথা নত করবো না।’ ১৬ জুলাই আসমানের দিকে তাকিয়ে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন আবু সাঈদ। এরপরেই সারা বাংলাদেশ জেগে ওঠে অনন্ত বিপ্লবের ওয়াদা নিয়ে।”

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও আবু সাঈদের আন্দোলনের সহযোদ্ধা সাবেক সমন্বয়ক শাহরিয়ার সোহাগ বলেন, ‘আবু সাঈদ ভাইকে হত্যা করা হয়েছে, পরে তার কীর্তির সম্মানার্থে তিনি শহিদ স্বীকৃতি পেয়েছেন। তবে, এখানে কেবল ফলাফলটা বলা হলো, কারণটা উল্লেখ করা হলো না কেন??? ১ বছরেই ইতিহাসের এতবড় বিকৃতির ধৃষ্টতা যারা দেখালেন তাদের জবাবদিহি করতে হবে!’

সারাবাংলা/এইচআই

'শহীদ আবু সাঈদ মেমোরি স্ট্যাম্প অভিযোগ আবু সাঈদ ইতিহাস বিকৃতি রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর