ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শুক্রবার (১৮ জুলাই) রাত সোয়া ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে বক্তারা নিরাপদ ক্যাম্পাস, শতভাগ আবাসন এবং পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার দাবি জানান।
শিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলিসহ কয়েকশ’ নেতাকর্মী।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, “আমরা সাজিদের হত্যার বিচার চাই। প্রশাসনকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে হবে, অন্যথায় বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা আতঙ্কে আছে। ক্যাম্পাসে পূর্ণাঙ্গ সিসিটিভি ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তদন্তে গাফিলতি হলে প্রশাসন টিকতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা আরেকটি জুলাই গড়ে তুলবো।’