Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতি পাবে ঐক্য ও আন্দোলনের নতুন বার্তা: চুয়াডাঙ্গা জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ০১:৩৩ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০১:৩৮

চুয়াডাঙ্গা: ঢাকায় জাতীয় সমাবেশে যাত্রার শুরু করেছে চুয়াডাঙ্গা  জেলা জামায়াতের নেতারা।

যাত্রার প্রাক্কালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন বলেছেন, এই সমাবেশ থেকে জাতি ঐক্য ও আন্দোলনের নতুন বার্তা পাবে।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টায় তিনি বলেন, “জাতীয় সমাবেশ হবে বিগত ৫৪ বছরের মধ্যে সর্ববৃহৎ। এতে মানবিক বাংলাদেশ গঠনের রোডম্যাপ ও দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সতর্ক বার্তা দেওয়া হবে।”

তিনি জানান, চুয়াডাঙ্গা জেলা থেকে সাড়ে পাঁচ হাজার নেতাকর্মী ৯২টি গাড়িতে (৭৭টি বাস ও ১৫টি মাইক্রোবাস) করে ঢাকার পথে রওনা হয়েছেন। তিনি সবাইকে সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

জামায়াত ঢাকা সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর