Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সুপার লিগ
রংপুরকে কাঁদিয়ে শিরোপা জিতল গায়ানা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৯:৫৪

ফাইনালে গায়ানার কাছে হেরেছে রংপুর

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিলেন তারা। আজ রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয় শিরোপা জেতার। তবে ফাইনালে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে রংপুরকে কাঁদিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে গায়ানা অ্যামাজনস ওয়ারিওর্স। প্রোভিন্স স্টেডিয়ামের ফাইনালে রংপুরকে ৩২ রানে হারিয়েছে গায়ানা।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে রংপুর ও গায়ানা। দুই দলই দাপটের সঙ্গে খেলে উঠেছিল টুর্নামেন্টের ফাইনালে। গায়ানার প্রোভিন্সে ফাইনালটাও হয়েছে জমজমাট।

ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল গায়ানা। ২১ রানের মাথায় প্রথম আঘাত আনেন খালেদ আহমেদ, ফেরান লুইসকে। তবে এরপর জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের দুর্দান্ত এক জুটি গায়ানাকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। এই জুটি তুলেছে ১২৭ রান।

বিজ্ঞাপন

চার্লস-গুরবাজ দুজনেই করেছেন হাফ সেঞ্চুরি। চার্লস রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ৬৭ রানে, গুরবাজ ফিরেছেন ৬৬ রানে। শেষের দিকে শেফার্ডের ৯ বলে ২৮ রানের ক্যামিওতে গায়ানার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯৬।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই সুবিধা করতে পারেনি রংপুর। ব্যাট হাতে আজ ব্যর্থ ছিলেন সৌম্য, জাদরান, মেয়ার্সরা।

সাইফ হাসানের ৪১, ইফতিখার আহমেদের ৪৬ ও মাহিদুল ইসলামের ৩০ রান ছাড়া বলার মতো স্কোর আর কেউই গড়তে পারেননি।

শেষ পর্যন্ত রংপুরের ইনিংস থামে ১৬৪ রানে। ৩২ রানের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে গায়ানা।

সারাবাংলা/এফএম

গায়ানা অ্যামাজনস গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর