Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীর ঢল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ০৯:৫৫ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১০:১৯

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ আয়োজনের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।

শনিবার (১৯ জুলাই) ভোর থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের ঢলে জমজমাট হয়ে ওঠেছে উদ্যান ও এর আশপাশের এলাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে আয়োজিত এ সমাবেশ শুরু হওয়ার কথা ৩টায়। কিন্তু সকাল ৯টার মধ্যেই উদ্যানের বাইরে হাজারো নেতাকর্মী অবস্থান করছিলেন ভেতরে প্রবেশের জন্য। নানা রঙের দলীয় ব্যানার, ফেস্টুন, টি-শার্ট ও জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হাতে নিয়ে শ্লোগান দিতে দিতে ঢাকায় প্রবেশ করেন তারা।

সমাবেশের মঞ্চ। ছবি: সারাবাংলা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটাই জামায়াতের প্রথম একক জাতীয় সমাবেশ, যেখানে দলটি সাত দফা দাবির কথা তুলেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—

বিজ্ঞাপন
  • অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
  • জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসন
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়ন
  • সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন
  • এক কোটি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা
  • অতীতের সব গণহত্যার বিচার।

জামায়াতের পক্ষ থেকে সমাবেশে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে

জামায়াত সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর