Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১০:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে থাকতে পারে হালকা বৃষ্টিও। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

বিজ্ঞাপন

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশেই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

সারাবাংলা/এফএন/এনজে

বৃষ্টির আভাস সারা দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর