Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই পদযাত্রা’র ১৯তম দিনে কক্সবাজার ও বান্দরবান কর্মসূচি এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১০:৪৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৪:৫৭

ঢাকা: ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৯তম দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ কক্সবাজার ও বান্দরবানে যাচ্ছে এনসিপি। স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ—এই তিন মূল লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী এই পদযাত্রা।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজারে থেকে শুরু হবে পদযাত্রা। রুট হচ্ছে বাস টার্মিনাল থেকে পাবলিক লাইব্রেরি পর্যন্ত। পদযাত্রায় অংশ নিবে স্থানীয় রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, যুবক ও সাধারণ মানুষ। পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক পথসভা, যেখানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরবেন এবং শহিদ ছাত্রনেতা আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্য শহিদদের আত্মত্যাগকে স্মরণ করবেন। পরে এনসিপির নেতারা শহিদদের কবর জিয়ারত করেন।

বিজ্ঞাপন

বান্দরবানে দিনভর কর্মসূচির কেন্দ্রবিন্দু থাকবে আবু সাঈদ চত্বর। পরে পদযাত্রাটি যাবে বান্দরবান ট্রাফিক মোড়। সেখান থেকে বাজার হয়ে চৌধুরী মার্কেট হয়ে আবার আবু সাঈদ চত্বর এসে থামবে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন জানিয়েছেন, “জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতেই আমরা এই পদযাত্রা করছি। জনগণই আমাদের নায়ক। তারা কী চায়, কী দেখে, কী স্বপ্ন দেখে—এই সংলাপ থেকে আমরা পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনা তৈরি করব।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার নেতৃত্বে গড়ে ওঠা ঐতিহাসিক আন্দোলন, যা পরে ‘জুলাই অভ্যুত্থান’ নামে পরিচিতি পায়, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই পদযাত্রা সেই আন্দোলনের স্মৃতি, মূল্যবোধ ও সম্ভাবনার ধারক-বাহক হিসেবে কাজ করছে।

১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা ও পথসভা, যেখানে উঠে আসছে জনগণের আশা, ক্ষোভ ও স্বপ্নের কথা।

সারাবাংলা/এফএন/ইআ

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর