Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছনে তাকাবেন না, নতুন পদ্ধতিতে নির্বাচন দিন: শিশির মনির

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১২:০৫

সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ঢাকা: ‘পেছনে তাকাবেন না, নতুন পদ্ধতিতে নির্বাচন দিন।’ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এমনই মন্তব্য করেছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শিশির মনির লিখেছেন, ‘আপনি পেছনে ফিরে তাকাবেন না। গণঅভ্যুত্থানই আপনার সবচেয়ে বড় মেনডেট। জুলাই ঘোষণা-জুলাই সনদ দিয়ে দিন। সংবিধান স্থগিত করুন। নতুন পদ্ধতিতে নির্বাচন দিন।’

এর আগে, ১৩ জুলাই দেশের সব রাজনৈতিক দলের প্রতি খোলা চিঠি লিখেছেন এই আইনজীবী। জুলাই ঘোষণাপত্রই স্পষ্ট সমাধান বের করতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/ইআ

আইনজীবী মোহাম্মদ শিশির মনির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর