Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় জামায়াতের সমাবেশগামী বাস দুর্ঘটনা, উপজেলা আমিরসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১২:১৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১২:২২

নিহত দুইজন।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশগামী বাস দুর্ঘটনায় খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদসহ (৫২) ২ জন নিহত। এ ঘটনায় আহত আরও অন্তত ১০ জন।

নিহত জামায়াত নেতা মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার মৃত শহর আলীর ছেলে। নিহত আরেকজনের নাম মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মো. ইসমাইল শেখের ছেলে।

শনিবার (১৯ জুলাই) রাত ৩টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে ২৬০টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতি নিয়ে চা পান করছিলেন তারা। এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে গেলে পেছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।গুরুতর আহতদের কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার (১৯ জুলাই) ভোর রাতের দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেকজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এনজে

জামায়াতের আমির নিহত বাসের দুর্ঘটনা সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর