ঢাকা: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। মঞ্চে প্রথম পর্ব পরিচালনা করছেন সাইফুল্লাহ মানসুর, যিনি জামায়াত-ঘনিষ্ঠ সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠান শুরুতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।” তিনি দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছাও পৌঁছে দেন।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা। শিল্পীরা এখানে দলীয় নাটক পরিবেশন করছেন। দ্বৈত অভিনয়। ইসলামী গান পরিবেশন করছেন। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপস্থিত নেতাকর্মীরা এই সাংস্কৃতিক পরিবেশনাকে উপভোগ করছেন।
দুপুর ২টা থেকে শুরু হবে মূল রাজনৈতিক বক্তব্যপর্ব, যেখানে দলের কেন্দ্রীয় নেতারা ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’, ‘বিচার সংস্কার’সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করতে পারেন।
জানা গেছে, সমাবেশে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত। সমাবেশস্থলে ওজু, নামাজ, মেডিকেল ও টয়লেটের ব্যবস্থাসহ সবধরনের লজিস্টিক সুবিধা নিশ্চিত করেছে আয়োজক দলটি।