Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় মাদক ও নগদ অর্থসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১২:৪৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৩:০৫

মাদকসহ আটক ব্যাক্তি মো. রাশিদ।

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মো. রাশিদ নামের একজনকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ২৯০ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুটি মদের বোতল, নগদ ১ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় রফিকুল ইসলাম নামের একজন পালিয়ে যায়।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১২টায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন।

আটক মো. রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর মো. শামীমের ছেলে। পলাতক রফিকুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার তুসহি গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

আটক আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর বরাতে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর আটক ব্যাক্তি ও জব্দকৃত মালামাল পেয়েছি। আমরা আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবো।

সারাবাংলা/এনজে

আটক নগদ অর্থ মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর