Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি এবং তাদের সঙ্গীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৩:২৪ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৬:২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: আমন্ত্রণ জানালেও জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি এবং যুগপৎ আন্দোরনের সঙ্গীরা। সুতরাং কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি রাজনৈতিক দলের নেতাদের দেখা গেলেও বিএনপির কোনো নেতাকে দেখা যাবে না জামায়াতের সমাবেশ মঞ্চে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (১৯ জুলাই) দুপুরে সারাবাংলাকে এসব তথ্য জানান।

দলীয় সূত্রমতে, পিআর নিয়ে মতভেদ এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তির কারণেই জামায়াতের সমাবেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও ৩৬ দিনব্যাপী জুলাই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির আমন্ত্রণে সাড়া দিয়ে জামায়াতের একজন প্রতিনিধি চীন বাংলরদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, কমরেড সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, ড. রেজা কিবরিয়া ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, শেখ রফিকুল ইসলাম বাবলুর ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াতের সমাবেশে যাচ্ছে না।

এ ছাড়া মেজর জেনারেল (অব.) সৈয়দশাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন বিএলডিপি, ড. ফরিদুজ্জামানের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), বাংলাদেশ জাতীয় দল, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, জাগপা, ন্যাশনাল পার্টি (ন্যাপ-ভাসানী), সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ, ইসলামিক পার্টি, এনডিপি, পিপলস লীগ, মাইনরিটি পার্টি, জাগপা (অপরাংশ), ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি এবং গণফোরামও যাচ্ছে না জামায়াতের মহাসমাবেশে।

সারাবাংলা/এজেড/ইআ

জামায়াতের জাতীয় সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর