ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপস্থিত হয়েছেন শহিদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।
শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেইট দিয়ে তারা প্রবেশ করেন।
এ সময় বড় ভাই রমজান আলী সারাবাংলাকে বলেন, ‘আমরা জামাতের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি। সেই দাওয়াত রক্ষা করে আজকে এ সমাবেশে এসেছি।’
জামাতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম সারাবাংলাকে বলেন, ‘শহিদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেনকে নিয়ে আসার দায়িত্ব ছিল আমার। উনারা আমাদের দাওয়াত রেখে আজকে আমাদের সমাবেশে এসেছেন।’