Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের জাতীয় সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৪:৩৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৬:১৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলওয়াতের এর মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপর ২টার পর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের দিয়ে। দূর দূরান্ত থেকে শুক্রবার থেকেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার কর্মী-সমর্থকরা।

এদিকে, সমাবেশে যোগ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাবেশ শুরুর এক ঘণ্টা আগেই উপস্থিত হয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় এই সমাবেশের মাধ্যমে মূলত অন্তর্বর্তী সরকার, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে নিজেদের শক্তিমত্তার বার্তা দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সমাবেশের মাধ্যমে সাত দফা দাবি আদায় করতে চায় জামায়াত। দাবিগুলো হলো- অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

সারাবাংলা/এমএইচ/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর