দুর্নীতি মামলায় লালুপ্রসাদ দোষী, রায় ৩ জানুয়ারি
২৩ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৯
সারাবাংলা ডেস্ক
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব পশুখাদ্য ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ৩ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শনিবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) বিশেষ আদালতের বিচারক শিবপাল সিং দোষী সাব্যস্ত করেন লালু প্রসাদকে।
মামলায় বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ৭ জন অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে বিশেষ সিবিআই আদালত। রায় ঘোষণার পরই লালুপ্রসাদ যাদবকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
মামলার অভিযোগে বলা হয়, লালুপ্রসাদের নেতৃত্বে পশুখাদ্য কেনার নাম করে দেওঘর ট্রেজারি থেকে ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত ৮৯.২৭ লাখ রুপি তোলা হয়েছিল। ওই অভিযোগে তাকে কারাভোগ করতে হয়েছিল।
এই মামলায় ১৯৯৭ সালের ২৭ অক্টোবর ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই। অভিযুক্তদের মধ্যে ১১ জন্য ইতোমধ্যেই মারা গিয়েছেন।
সারাবাংলা/ এমএইচটি/আইজেকে