Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের জাতীয় সমাবেশ
শাহবাগে বড় পর্দায় বক্তব্য শুনছেন নেতাকর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৬:২৫

জামায়াতে ইসলামীর মহাসমাবেশের বক্তাদের বক্তব্য শাহবাগেও শুনছেন নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দীতে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের বক্তাদের বক্তব্য শাহবাগেও শুনছেন নেতাকর্মীরা। শাহবাগ মোড়ে পর্দা দেওয়া হয়েছে যেখান থেকে সরাসরি মূল মঞ্চের বক্তব্য শোনা যাচ্ছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরের অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেলে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা উদ্যানের বাইরে সড়ক, পার্ক, মাঠ অলিগলি অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড়, চানখারপুল, হাইকোর্ট মোড়, মৎসভবনসহ বেশ কিছু পয়েন্টে বড় পর্দার ব্যবস্থা করা হয়। এসব পর্দায় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেখছেন।

শাহবাগে উপস্থিত মাগুরা থেকে এসেছেন ইব্রাহীম প্রামাণিক। তিনি বলেন, ‘আমাদের বাস ভোরে ছেড়েছিল তাই আসতে দেটি হয়ে গেছে। বাস মোহাম্মদপুর এলাকায় রাখতে হয়েছে এরপর হেঁটে আসতে হয়েছে। আমরা মূল মঞ্চে বা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারিনি। তারপরও আফসোস নেই। কারণ আমরা সবাই শাহবাগ থেকেই সব শুনছি ও দেখছি বড় পর্দার মাধ্যমে।’

বিজ্ঞাপন

রাজবাড়ির আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সকল জনশক্তি শাহবাগেই রয়েছে। অনেক জেলার নেতাকর্মীরা ভেতরে ঢুকতে পারেনি। কারণ দায়িত্বশীলরা বলেছেন, বাইরে থাকতে হবে। এজন্য আমরা শাহবাগে রয়েছি।’

তিনি বলেন, ‘যে জনসমুদ্র হয়েছে তাতে নিজেদের ব্যবস্থা নিজেরাই করছি। কোনো অভিযোগ নেই। আল্লাহর দ্বীনের কাজ করছি। নিজের টাকা খরচ করে আসছি।’

জামায়াতের জাতীয় সমাবেশ চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বেশ কিছু সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। সেখানে ট্রাফিক পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদেরও সড়কে শৃঙ্খলার জন্য কাজ করতে দেখা গেছে। বাটা সিগনাল, বাংলামোটর, চানখারপুল, নীলক্ষেত মোড়, মৎসভবন মোড়, কাকরাইল মসজিদ মোড় হাইকোর্ট মোড়ে ডাইভারশন দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

জামায়াতে ইসলামী মহাসমাবেশ শাহবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর