Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের জাতীয় সমাবেশ
‘নির্বাচনে পক্ষপাতিত্বের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা এর প্রতিশোধ নিবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনকে ভয় পায় না। নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা এর প্রতিশোধ নিবে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া বর্তমান চালু থাকা নির্বাচন হলে সেটি বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিবে। পুলিশ ও জনপ্রশাসনকে সংস্কার করতে হবে।’

তিনি বলেন, ‘অনেক জীবন ও রক্তের বিনিময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে। আশা করছি অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর আশা পূরণ করবেন।’

বিজ্ঞাপন

এদিকে, এই সমাবেশের মাধ্যমে সাত দফা দাবি আদায় করতে চায় জামায়াত। তাদের দাবিগুলো হলো— অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

সারাবাংলা/এমএইচ/এইচআই

জামায়াতের জাতীয় সমাবেশ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেলিম উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর