Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়নি: প্রেস সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৬:৫৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কুমিল্লা: গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত TEDxComilla University ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ছিল নিয়ন্ত্রিত ও সংযত। সেখানে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘটনার ওপর নজর রাখা হচ্ছে এবং আইনের সীমার মধ্যে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা সহিংসতা উসকে দেয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হন। এ নিয়ে দেশ-বিদেশে নানা মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

এই প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘মানবাধিকার রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সরকার এ দুই দিকই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’

TEDxComilla University অনুষ্ঠানে অংশগ্রহণের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণায় অনুপ্রাণিত করবে। দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, সংগীতশিল্পী আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী এ কে এম লূৎফর রহমান রিপনসহ বিশিষ্টজনেরা।

সারাবাংলা/এইচআই

কুমিল্লা বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ প্রেস সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর