ঢাকা: জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদকে আমন্ত্রণ জানানো হলেও ২৪ বছরের জোটসঙ্গী বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত। দলত্যাগী জামায়াতের সাবেক নেতা মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এবি পার্টিকেও আমন্ত্রণ করেনি তারা।
বিএনপিকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শনিবার (১৯ জুলাই) বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বরাত দিয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
এর আগে, বেলা ১২ টায় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, বিএনপির কোনো প্রতিনিধি জামায়াতের সমাবেশে যাচ্ছে না। সেইসঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, কমরেড সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, ড. রেজা কিবরিয়া ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ, শেখ রফিকুল ইসলাম বাবলুর ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াতের সমাবেশে যাচ্ছে না।
এ ছাড়া শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন বিএলডিপি, ড. ফরিদুজ্জামানের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), বাংলাদেশ জাতীয় দল, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, জাগপা, ন্যাশনাল পার্টি (ন্যাপ-ভাসানী), সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ, ইসলামিক পার্টি, এনডিপি, পিপলস লীগ, মাইনরিটি পার্টি, জাগপা (অপরাংশ), ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি এবং গণফোরামও যাচ্ছে না জামায়াতের সমাবেশে।
কিন্তু, বিকেল ৪ টায় গণমাধ্যমকে জানানো হয় বিএনপি এবং তাদের জোটসঙ্গীদের আমন্ত্রণই জানায়নি জামায়াত। বস্তুত পিআর পদ্ধতির ব্যাপারে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের কাউকেই আমন্ত্রণ জানায়নি তারা। পিআর পদ্ধতির সঙ্গে যারা একমত তাদেরকেই জাতীয় সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান— পিআরের পক্ষে থাকা দলগুলোকেই জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে। সমাবেশ করা হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের দাবিতে। বিএনপি পিআরের ঘোরবিরোধী। তাই আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো।
এবি পার্টি পিআর চায়। তারপরও সমাবেশে আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামায়াতের একজন সিনিয়র নেতা গণমাধ্যমেক বলেন, ‘মজিবুর রহমান মঞ্জুর প্রতি নেতা-কর্মীরা ক্ষুব্ধ। কারণ, তিনি নিয়মিত জামায়াতের সমালোচনা করেন। তিনি সমাবেশে বক্তৃতা করলে কর্মীরা প্রতিক্রিয়া দেখাতে পারেন। এ ঝুঁকির কারণে আমন্ত্রণ করা হয়নি এবি পার্টিকে।’