পটুয়াখালী: কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো সংলগ্ন পুকুরে সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এর মধ্যে ছিল ইলিশ ও তাড়িয়াল।
শনিবার (১৯ জুলাই) দুপুরে পুকুরে জাল টানার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে বেড়া জাল দিয়ে মাছ ধরার সময় নয় ইঞ্চি লম্বা ও ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ পাওয়া যায়। একই জালে ধরা পড়ে সামুদ্রিক তাড়িয়াল মাছ, এটি লম্বায় এক ফুট ছিল।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের বাংলোর পুকুরের সঙ্গে ভাটা জোয়ারের পানি ওঠানামা করে এমন একটি খালের সরাসরি সংযোগ রয়েছে। সেই খাল দিয়েই হয়তো ইলিশ ও তাড়িয়াল মাছটি পুকুরে প্রবেশ করেছে।’
তিনি আরও বলেন, ‘খালগুলো যদি পরিষ্কার রাখা যায়, তাহলে ভবিষ্যতে আরও বেশি সামুদ্রিক মাছের আগমন ঘটবে। এটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটি বড় প্রমাণ।’
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আশ্চর্য হয়ে পুকুরে পাওয়া ইলিশ ও তাড়িয়াল মাছ দেখতে ও ছবি তুলতে সেখানে ভিড় করেন।