কক্সবাজার: কে পিআর বুঝে, কে বুঝে না— তার জন্য দেশের সংস্কার থেমে থাকবে না এবং সাধারণ জনগণ সংস্কার চায় বলে মন্তব্য করেছেন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহিদ দৌলত ময়দানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ এর জনসভায় তিনি এ কথা বলেছেন।
নাহিদ ইসলাম বলেন, ‘কে পিআর বুঝে, কে পিআর বুঝে না— এটার জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা বুঝি, জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। পার্লামেন্টের উচ্চকক্ষে অবশ্যই পিআর হতে হবে। নির্বাচন কমিশন ও দুদকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিরপেক্ষ সাংবিধানিক কমিটি গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘কক্সবাজারসহ দেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে।’
সংস্কার কোনো দলের পক্ষে-বিপক্ষে নয় মন্তব্য করে তিনি বলেন, ‘এটা বাংলাদেশের পক্ষে এবং জনগণের পক্ষে। আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে।’
বক্তব্যের শেষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে কক্সবাজারে শহিদ রোহিঙ্গা নাগরিক নুরুল মোস্তফাকে সরকারের গেজেটভূক্ত করারও দাবি জানান নাহিদ ইসলাম।
এর আগে, দুপুর পৌণে ১ টায় কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে এনসিপি কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধি দলটি পদযাত্রা সহকারে কক্সবাজার শহর অভিমুখি রওনা দেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ২ টার দিকে পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহিদ দৌলত ময়দানে এসে পৌঁছায়। এ সময় সড়কের উভয় পাশে এনসিপি নেতাদের একনজর দেখতে অসংখ্য উৎসুক জনতার ভিড় জমে। এনসিপি নেতারা জনসভাস্থলে পৌঁছালে মুহুর্মুহু স্লোগানে নেতাকর্মীরা স্বাগত জানান।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন দলের দক্ষিণাজ্ঞলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা ডা. তাসলিম জারা, অনিক রায় প্রমুখ।
জনসভা শেষে এনসিপি নেতাদের বহর বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পথসমাবেশে তাদের বক্তব্য রাখার কথা রয়েছে।