ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘জুলুম, নির্যাতন, গুম ও খুনের বিরুদ্ধে আজকের এই সমাবেশে গণবিস্ফোরণ হয়েছে। আওয়ামী লীগের শাসনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে মজলুম জামায়াত ইসলামী।’
তিনি বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২৪ এর সমস্ত রক্তাক্ত শহিদদের পাশে ছুটে গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া, হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছেন, তাদের পূজায় সহায়তা করেছেন। আমার প্রিয় আমির তিনি জাতীয় মানবিক নেতা।’
এদিকে, এই সমাবেশের মাধ্যমে সাত দফা দাবি আদায় করতে চায় জামায়াত। তাদের দাবিগুলো হলো— অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।