খুলনা: খুলনার পাইকগাছায় মোকছেদ গাজী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোরহানপুর গ্রামের বায়তুল মামুর পাঞ্জেগানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোকছেদ গাজী ওই এলাকার মৃত মেনু গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, মোকছেদ গাজী বাড়ি থেকে সাইকেল চালিয়ে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই গ্রামে অবস্থিত বায়তুল মামুর পাঞ্জেগানা মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে মিনারুলের ইট ভাটা থেকে ইট বোঝায় দ্রুত গতির ট্রলি ধাক্কা দিলে পড়ে যায় এবং কোমরের উপর দিয়ে ট্রলির চাকা চলে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।