Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামীর বাংলাদেশে একটা লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা দুর্নীতির বিরুদ্ধে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৮:২০ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২০:০৮

জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব, আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা দুর্নীতির বিরুদ্ধে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুই বার অসুস্থ হয়ে পড়ে যান।

এদিন বিকেল সাড়ে ৫টার কিছু সময় আগে বক্তব্য দিতে ওঠেন তিনি। এ সময় গরমের কারণে তিনি অসুস্থ বোধ করেন। তখন তিনি মাথার টুপি খুলে বক্তব্য দেওয়া শুরু করেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি নিচে পড়ে যান। পরে নেতাকর্মীরা তাকে ধরে মঞ্চেই শুয়ে দেন। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আবার বক্তব্য শুরু করেন এবং আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে চেয়ারে বসান। খানিকটা সময় অপেক্ষা করে এরপর বসেই বক্তব্য দিতে শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জীবন থাকা পর্যন্ত দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার দুর্ভাগ্য আমি আন্দোলনে শহিদ হতে পারিনি। আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহিদ হিসেবে কবুল করেন।’ তিনি বলেন, ‘এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো এই বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল?’

এর আগে, ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে সমাবেশের কার্যক্রম সকাল থেকেই চলে। সারাদেশে থেকে লাখ লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন। জামায়াত নেতারা ছাড়াও বিভিন্ন দলের নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় জামায়াতের জাতীয় সমাবেশ।

সারাবাংলা/পিটিএম

আমির আরেকটা যুদ্ধ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান দুর্নীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর