Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে শ্রদ্ধা-ভালোবাসায় শহিদ সাগরকে স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৮:৩২ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৮:৩৪

শহিদ সাগর চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

ময়মনসিংহ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ নগরীতে নিহত শহিদ রেদোয়ান হাসান সাগরের প্রথম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছে প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (১৯ জুলাই) সকালে নগরীর সিকে ঘোষ রোড মহিলা কলেজের সামনে শহিদ সাগর চত্ত্বরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিটি করপোরেশন, জেলা পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ
বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার মানুষ।

এ সময় সাগরসহ গণঅভ্যূত্থান চলাকালে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার তাগিদ দেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাত ১২টায় মহানগর বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে শহিদ সাগর চত্ত্বরে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর ফুলেল শ্রদ্ধা নিবেদন শহিদ সাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর