কুমিল্লা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ইন্টারন্যাশনাল গলফার ডা. আফশান আনিস ও কবি-সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক সোহেল।
কবি শহীদুল হক সোহেল বলেন, ‘তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও জিয়াউর রহমানের ছবি অবমাননা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
ডা. আফশান আনিস বলেন, ‘নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি। শালীনতা ফিরিয়ে আনতেই এই প্রতিবাদ।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, মো. রাজেশ, মো. মাসুদ, সানি, আবুল, রাহিম, জিসান, বাচ্চু, জামাল, জুয়েল, মাইনুল, সালাম ও রাসেল প্রমুখ।