Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি ছাত্রের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা

ইবি করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৮:৫১ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৮:৫৮

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র মৃত্যুতে এক দিনের শোক ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) বিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র অনাকাঙ্খিত মৃত্যুতে আগামী ২০ জুলাই রবিবার ১ (এক) দিনের শোক পালিত হবে। বাদ যোহর তার রুহের মাগফেরত কামনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সকলকে কালো ব্যাচ ধারণ করার জন্য অনুরোধ করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস এবং ঘোষিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

সারাবাংলা/এমপি

ইসলামী বিশ্ববিদ্যালয় মৃত্যু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর