Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক তপু ও দীপুর মা আর নেই

সারাবাংলা ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ১৯:১২ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৯:৩৮

দিল আফরোজ খান উষা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আলম খান তপু এবং ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সারোয়ারের মা দিল আফরোজ খান উষা মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৯ জুলাই) বেলা ২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। বগুড়া থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়ার পথে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা মরহুমার নামাজের জানাজা শেষে সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক তপু ও দীপুর মায়ের মৃত্যু বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। সংগঠনের নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

দিল আফরোজ খান উষা দীপু সারোয়ার মৃত্যুবরণ সাজ্জাদ আলম খান তপু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর