Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যান্টের পকেটে ১৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২০:০৫

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে খোকন মিয়া (৫৫) নামে এক মাদক কারবারির প্যান্টের পকেট থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, শনিবার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর-সৈয়দপুর মহাসড়কের কলাবাগান এলাকায় বাসযাত্রী খোকন মিয়াকে আটক করা হয়। সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে থাকা ১১টি নীল পলিজিপার প্যাকেটে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত খোকন নোয়াখালী জেলার সদর উপজেলার উত্তর শুল্লুকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএস

ইয়াবা কারবারি গ্রেফতার মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর