লালমনিরহাট: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য ও কটূক্তি প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় (জাসাস) এর সভাপতি শামসুদ্বোহা বাবুর নেতৃত্বে জেলার মিশন মোড়ে মানববন্ধন করা হয়।
তারা জানান, শহিদ জিয়াউর রহমান এর ছবিকে অবমাননার প্রতিবাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানহানি হচ্ছে। রাজনৈতিক মাঠে তাদের বিএনপির বিরুদ্ধে এ রকম সমালোচনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আপজাল আফজাল হোসেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। যুগ্ম সাধারণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আনজুমান আরা শাপলা।