Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের ছবি অবমাননা, প্রতিবাদে লালমনিরহাটে জাসাসের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২০:১৮

লালমনিরহাটে জাসাসের মানববন্ধন

লালমনিরহাট: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য ও কটূক্তি প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

‎শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় (জাসাস) এর সভাপতি শামসুদ্বোহা বাবুর নেতৃত্বে জেলার মিশন মোড়ে মানববন্ধন করা হয়।

তারা জানান, শহিদ জিয়াউর রহমান এর ছবিকে অবমাননার প্রতিবাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানহানি হচ্ছে। রাজনৈতিক মাঠে তাদের বিএনপির বিরুদ্ধে এ রকম সমালোচনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আপজাল আফজাল হোসেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। যুগ্ম সাধারণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আনজুমান আরা শাপলা।

সারাবাংলা/এইচআই

ছবি অবমাননা জাসাস জিয়াউর রহমান প্রতিবাদ মানববন্ধন লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর