Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অতিরিক্ত মদ্পানে ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২০:১২ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২০:১৫

খুলনা: খুলনায় অতিরিক্ত বাংলা মদ্পানে ৫ জনের ‍মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু (৫৮) গুরুতর অসুস্থ্য হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের বাড়িতে নিয়ে গেছে। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

মদ্পান মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর