বরিশাল: অন্যের স্ত্রী সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেন নামে এক উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই সন্ধ্যায় পরকীয়া প্রেমিকাকে নিয়ে নগরীর বেলস পার্কে ঘুরতে যান এসআই মাহবুব। ওই সময় ওই নারীর স্বামী তাদের হাতেনাতে আটক করে। স্থানীয়দের তোপের মুখে পড়ে ওই নারীকে রেখে সটকে পড়েন এসআই মাহবুব। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে প্রত্যাহার করা হয়।