Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করছেন জামায়াতের কর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২০:৩০

সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করছেন জামায়াতের কর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শেষে রাজধানীর সোহরাওয়ার্দী মাঠ পরিষ্কার শুরু করেছে দলটির নেতাকর্মীরা। সম্পূর্ণভাবে পরিষ্কার করেই কেবল তারা মাঠ ছেড়ে দেবেন বলে জানানো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) মাগরিবের নামাজ শেষে এই পরিষ্কার কার্যক্রম শুরু করেন বলে জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি তার পেজে এক পোস্টে পরিষ্কার কার্যক্রমের বিষয়ে জানান।

তিনি লেখেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি। পরিপূর্ণভাবে আমরা পরিষ্কার করে দেব ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রচার বিভাগের প্রধান মতিউর রহমান আকন্দ বলেন, ‘সোহরাওয়ার্দী মাঠ ও আশেপাশে খাবারের প্যাকেট, পানির খালি বোতল, টিস্যু, বিস্কিটের প্যাকেটসহ নানা আবর্জনা ফেলেছে সমাবেশে আসা অনেকে। সেগুলো আমরা পরিষ্কার করব তা আগেই সিদ্ধান্ত হয়েছে। তাই সমাবেশ শেষে আমরা সেটি করছি।’

এদিকে সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচির পোস্টে অনেকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে। কয়েক হাজার কমেন্ট পড়েছে। যার বেশিরভাগই প্রশংসার কমেন্টস।

সারাবাংলা/ইউজে/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর