Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর করে আওয়ামী ফ্যাসিবাদকে মনে করিয়ে দিচ্ছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২১:০২ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২২:২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মঞ্চ ভাংচুর করে আওয়ামী ফ্যাসিবাকে মনে করিয়ে দিচ্ছে বিএনপি— এমনটিই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। কক্সবাজার চকরিয়ায় এনসিপির মঞ্চে হামলার প্রতিবাদে এ বিবৃতি দেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের একবছর এখনো পুর্ণ হয় নাই। এরই মধ্যে বিএনপির নেতা-কর্মীদের আচরণ জাতিকে আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে— এটা দুঃখজনক। আজকে কক্সবাজারের চকরিয়ায় যে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চ ভাঙচুর করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাজনীতিতে সমালোচনা থাকবেই। কিন্তু, বিএনপি রাজনৈতিক সমালোচনা নিতে পারছে না। তাদের প্রধান নেতাকে তারা শেখ মুজিবের মতোই সমালোচনার ঊর্ধ্বে জ্ঞান করছে; যা স্পষ্টত স্বৈরতন্ত্রের দিকে ইঙ্গিত করে।’

গাজী আতাউর রহমান বলেন, ‘আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনাকে সেক্রেড বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, আর বিএনপি সালাহউদ্দিন আহমেদের মতো দ্বিতীয় সারির নেতাকে সেক্রেড বানিয়ে এনসিপির ওপরে হামলা করেছে। এটা আমাদের আরও নির্মম স্বৈরতন্ত্রের আভাস দিচ্ছে।’

তিনি বলেন, ‘কক্সবাজারে এনসিপির নেতারা কারও নাম ধরে সমালোচনা করে নাই। বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছে। এই সাধারণ সমালোচনা সালাহউদ্দিন আহমেদের অনুসারীদের গায়ে লাগল কেন? তবে কি সালাহউদ্দিন আহমেদ এসবের সঙ্গে জড়িত?’

বিএনপির প্রতি আহবান রেখে তিনি বলেন, ‘অসহিষ্ণু হবেন না, আক্রামণাত্মক হবেন না। মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না। কর্মীদের সংযত করুন, ইতিবাচক রাজনীতি করুন।’

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি চকরিয়া বিএনপি মঞ্চ ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর