Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২০:৪৮ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২২:২০

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

ঢাকা: সমাবেশ মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) রাতে ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসা নিচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের পাশে কিছু সময় বসে থেকে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠে পুনরায় বক্তব্য শুরু করেন।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সোজা শংকরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জামায়াতের আমিরকে। অন্যদিকে ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে বেসকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জুলাই শহিদদের স্মরণ সভা শেষে করে ডা. শফিকুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/পিটিএম

জামায়াতের আমির টপ নিউজ দেখতে মির্জা ফখরুল হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর