Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে কারফিউয়ের সময় ফের বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২১:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত ১৬ জুলাই সংঘর্ষের পর জারি করা কারফিউয়ের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক।

শনিবার (১৯ জুলাই) রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ শনিবার সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকে। এরপর আজ ফের বৃদ্ধি করা হলো। একই সঙ্গে রোববার (২০) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে কারফিউ শুরু হয়েছিল বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে। ১৭ জুলাই দুপুরে তিন ঘণ্টা শিথিল ছিল কারফিউ। এরপর ফের কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়। ১৮ জুলাই দুপুরেও তিন ঘণ্টা শিথিল ছিল কারফিউ।

কারফিউ জারির আগে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

সারাবাংলা/ইউজে/এইচআই

এনসিপি কারফিউ গোপালগঞ্জ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর