Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত লড়াই করবে: ডা. তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২১:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে আর কোনো জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। সব জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াতই প্রথম রুখে দাঁড়াবে এবং লড়াই করবে। জামায়াত এ দেশের মাটি ও মানুষের দল।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলটির জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস নেই। ইসলামেও জঙ্গিবাদের কোনো স্থান নেই।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের কোনো সুযোগ নেই। তারা আজ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। জামায়াত এখন আর কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের দল।’

বিজ্ঞাপন

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘মিডিয়ার সামনে সবাই সংস্কার চায়। কিন্তু, মিটিংয়ে বসে অনেকে এমন ভান করেন যেন সংস্কারের কোনো প্রয়োজনই নেই। সংস্কার তো সবার কল্যাণেই। যারা সংস্কার চায় না, তাদের ভিন্ন মতলব আছে বলেই মনে হচ্ছে।’

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাইয়ের সংগ্রামের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ। যারা সেই নতুন বাংলাদেশে পুরোনো কায়দার শাসন ফিরিয়ে আনতে চায়, তাদের সেই সুযোগ জনগণ দেবে না। পিআর পদ্ধতি চালু হলে কেন্দ্র দখল করা যাবে না, টাকা দিয়ে ভোট কেনা যাবে না।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

জাতীয় সমাবেশ ডা. তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর