Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি সেনাবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২১:৩০

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে- বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এমন পোস্টকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (১৯ জুলাই) আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় সাময়িকভাবে কিছু গণপরিবহন ভাড়া নেওয়া হয়। এসব বাসে কখনো কখনো ‘বাংলাদেশ আর্মি’ লেখা লোগো বা নাম থাকে, যা প্রতিষ্ঠানিক প্রয়োজনেই ব্যবহার হয়।

বিজ্ঞাপন

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কিছু বাসে সেনাবাহিনীর লোগো বা নাম অনিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করে চলাচল করা একটি আইনবহির্ভূত কাজ। কিছু স্বার্থান্বেষী মহল এ ধরনের ছবি বা তথ্য বিভ্রান্তিকরভাবে প্রচার করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

এ বিষয়ে সতর্ক করে সেনাবাহিনী জানায়, এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করতে জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/ইউজে/এসএস

বাস রাজনৈতিক দল সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর