Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁসি, নির্যাতনের পরও জামায়াত পালায় নাই: এটিএম আজহার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২১:৪৬

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম

ঢাকা: জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনকে ফাঁসি ও নির্যাতন করে শেষ করা যায় না। আজকে কারা পালিয়েছে, জামায়াত পালায় নাই। জামায়াতের নেতারা পালায় না। আমাদেরকে উপড়ে ফেলতে পারবেন না। যাদের ঠিকানা অন্য দেশে, তারা পালিয়ে গেছে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘১৪ বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম। আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। আমি ফাঁসির কাষ্ঠ থেকে থেকে আজ লাখো জনতার এই মহাসমুদ্রে উপস্থিত হতে পেরেছি। আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকারকে বলতে চাই, আমাদের ১০ জন ভাইকে কারাগারে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিচার করতে হবে। তারা শোষণ নির্যাতন থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছিল এটাই তাদের অপরাধ। তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘স্বাধীনতার পর ৫৪ বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয়নি। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। ১৮ কোটি মানুষের পরিবর্তন সম্ভব। জামায়াত জয়লাভ করলে ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর আইন সবার জন্য, মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

এটিএম আজহার জাতীয় সমাবেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর