নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, জনগণের ভোটাধিকারের জন্য পাগল। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, সেটি মানতে কারও অসুবিধা হলে তা জনসম্মুখে বলা উচিত।”
শনিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়। তবে তার মানে এই নয়—লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। ১৭ বছর ধরে আমরা আন্দোলন করছি গণতন্ত্র আর ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের সবচেয়ে বড় সংস্কারক।”
তিনি আরও বলেন, “যারা পিআর পদ্ধতির কথা বলেন, তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান। বিএনপি সবসময় জনগণের ওপর আস্থা রেখেছে এবং রাখবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।