ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করল দলটির শাহবাগ থানা শাখা।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান শাহবাগ থানা জামায়াতের আমির অ্যাড. শাহ মোহাম্মাদ মাহফুজুল হকের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
এর আগে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্ট থেকে এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকে প্রোগ্রামের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা আবর্জনা হয়েছে আমরা তা পরিষ্কার করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ইনশাআল্লাহ।’
ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে আজকে বিশাল সমাবেশ হলো। তাতে ক্যাম্পাসের পরিবেশ অনেকটা অন্যান্য ছুটির দিনগুলোর মতোই ছিল। দুপুরবেলা নামাজের জন্য কিছু মানুষ হল গুলোতে আসার চেষ্টা করেছিলেন, তবে হলে তাদের ঢুকতে দেওয়া হয়নি।’
তিনি আরও লেখেন, ‘রাতেই জামায়াতের উদ্যোগে ক্যাম্পাসের ময়লা পরিষ্কার করা হচ্ছে। শাহবাগ জামায়াতের দায়িত্বশীল শাহ মাহফুজ ভাই নিজে উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করছেন।’