জুলাই মাস এলেই স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই রক্তাক্ত দিনগুলোর মর্মগাঁথা। দুই হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদ, ‘পানি লাগবে, পানি’ বলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া মুগ্ধ—এদের আত্মত্যাগ আজও শিহরিত করে তোলে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে বন্দুকের বেয়োনেটের সামনে অগণিত মানুষের সেই আত্মাহুতি, সেই আর্তনাদ- সবই যেন জুলাইয়ের সঙ্গে মিশে আছে।
পাঁচই আগস্ট স্বৈরাচারের পতনের পর দেশের প্রতিটি দেয়াল হয়ে উঠেছিল যেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বিশাল ক্যানভাস। অপার আনন্দে বিভোর হয়ে তারা সেসব দেয়ালচিত্রে ফুটিয়ে তুলেছিল এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন। এক বছরের মাথায় সেই রক্তের দাগের সঙ্গে মলিন হয়ে যাওয়া দেয়ালচিত্রগুলো এখন আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। শিক্ষার্থীরা রঙ-তুলির আঁচড়ে সেই স্মৃতির ক্যানভাসগুলোকে আবার জাগরুক করে তুলছেন, ফিরিয়ে আনছেন আন্দোলনের সেই অগ্নিঝরা দিনগুলো। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।