Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও কটূক্তির প্রতিবাদে সারাদেশে জাসাসের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০০:১৫ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ০০:১৯

জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন। ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে শনিবার (১৯ জুলাই) সারাদেশে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

মানববন্ধনে তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে করার মাধ্যমে একটি গোষ্ঠি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা করছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বিজ্ঞাপন

সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে জাসাসের মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে জাসাসের মানববন্ধন

রাজবাড়ী: শহিদ জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশের সঞ্চালনায় জেলা জাসাসের আহ্বায়ক মো. আশরাফুল আলম, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক এম বাচ্চু রহমান, সাবেক সভাপতি শেখ আবদুর রউফ হিটু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক নরুনবি সবুজ, আলিম রেজা, সদস্য মো. রাকিব হোসেন সুমন, রাজবাড়ী পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম টিউলিপ, গোয়ালন্দ উপজেলা জাসাসের সভাপতি নুরুল হক মিলন, বালিয়াকান্দি উপজেলা জাসাসের সভাপতি ফিরোজ মন্ডল,কালুখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মানববন্ধনে জাসাসের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরাসহ সাধারণ সাংস্কৃতিক কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।টাঙ্গাইল: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাসাস জেলা শাখা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ডোমারে জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ডোমারে জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

নীলফামারী: মহান স্বাধীনতার ঘোষক ও সফল রাষ্ট্রনায়ক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল মালেক মুকুল-এর সভাপতিত্বে এবং পৌর জাসাসের আহ্বায়ক রওশন রশীদ-এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি তমিজ উদ্দিন, জাসাসের উপজেলা সদস্য সচিব আব্দুল হক বাচ্চু, জাসাসের পৌর যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এবং পৌর সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

বগুড়া: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কটূক্তি মূলক বক্তব্য এবং বিএনপিসহ দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সলাম ও কেএম খায়রুল বাশারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

শরীয়তপুরে জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত কর্মসূচী পালিত

শরীয়তপুরে জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত কর্মসূচী পালিত

শরীয়তপুর: বিএনপির প্রতিষ্ঠাতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে কটূক্তি করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে।

শরীয়তপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান নাসিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি কাজী আবু ইউসুফ, সদর উপজেলার সিনিয়র সহ সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শরীয়তপুর পৌরসভার সিনিয়র সহ সভাপতি ইউসুফ বন্দুকসি, সাধারণ সম্পাদক সোহাগ ঢালি, জাজিরা উপজেলার সভাপতি লুৎফর রহমান কবিরাজ, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মৃধা, জাজিরা পৌরসভার সভাপতি জহিরুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল, নড়িয়া উপজেলার সভাপতি আব্দুল আউযাল, সাধারণ সম্পাদক রানা খান, সিনিয়র সহ সভাপতি মান্নান ছৈয়াল, সহ সভাপতি শিমুল ব্যাপারী, গোসাইরহাট উপজেলার সভাপতি রবিন ব্যাপারী, সাধারণ সম্পাদক আতাউর ঢালি, সাংগঠনিক সম্পাদক মামুন ব্যাপারী, ডামুড্যা উপজেলার সভাপতি পলাশ ঢালি, সাধারণ সম্পাদক ওয়াসিম সরদার, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক ঢালি, সখিপুর থানার বাবু মোল্লা, সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা রতন মোল্লা, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাসেল বালা, জাসাস নেতা ভুট্টু মোল্লা এবং বিএনপি ও জাসাস সহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্দ।

সারাবাংলা/এসএস

কটূক্তি জাসাস জিয়াউর রহমান প্রতিবাদ মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর