Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন আমি অনেকটাই সুস্থ: শফিকুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০০:০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং বিশ্রামের জন্য বাসায় ফিরেছেন।

শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।’

তিনি সমাবেশে তার অনুপস্থিতিতে সৃষ্ট বিঘ্নের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।’

বিজ্ঞাপন

অসুস্থতার পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের বহু নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিশিষ্টজনদের দোয়া ও খোঁজখবরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, হাসপাতালে থাকার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরাসরি খোঁজ নিয়েছেন।

সরকারের উপদেষ্টা পর্যায়ের একাধিক ব্যক্তিও তার খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দোয়ার জন্য ঋণী। তাদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দান করেন।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে লেখেন, ‘রাব্বুল আলামিন তার এ গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দমত মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন। আমিন।’

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য জামায়াত আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

আমির জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর