Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে শহিদ সাগরের শাহাদাৎবার্ষিকী পালন করলেন বৈছাআ’র নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০০:০২ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ০০:০৯

কবর জিয়ারত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নেতারা।

রাজবাড়ী: কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শহিদ সাগর আহম্মেদের প্রথম শাহাদাৎবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নেতারা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শহিদ সাগরের গ্রামের বাড়িতে গিয়ে তারা সাগরের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করেন। পরে নতুন বাংলাদেশ বিনির্মাণে শহিদ সাগরের কবরের মাটি ছুয়ে শপথ বাক্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এরপর বৈষম্যবিরোধী নেতারা শহিদ সাগরের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্যসচিব রাশিদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলতাফ হোসেন সাগর, মুখপাত্র মো. রাজিব মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাহরাত হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাহাদী রাকিবুল হাসান, যুগ্ম সদস্যসচিব মো. মইন শিকদার, সংগঠক সাফওয়ান সিজান, সদস্য সাইদ বিন আবির, শহিদ সাগরের পিতা মো. তোফাজ্জল হোসেনসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, ‘গত বছরের এই দিনে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শিক্ষার্থী সাগর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকীর দিনে বলতে চাই শহিদ সাগর হত্যাসহ কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছে প্রত্যেকের হত্যার বিচার করতে হবে। এ ছাড়াও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে।‘

সারাবাংলা/এইচআই

বৈছাআ রাজবাড়ী শহিদ সাগর শাহাদাতবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর