Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত বাসে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০১:৩২ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ০১:৩৫

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী-১২ নম্বর সিরামিক এলাকায় গ্যারেজে পার্কিং করে রাখা বিহঙ্গ পরিবহনের একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

তিনি জানান, বিকল্প পরিবহনের বাসটি দীর্ঘদিন ধরে গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় ছিল। বাসটির রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ব-১২-০৫৫৭। ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করেছে।

পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুরো বাসটি পুড়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/এসএস

আগুন পল্লবী বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর